ঢাকা: ‘এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে সেমিফাইনালের বাকি দুটি দল হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
চেন্নাইতে এমআরএফ পেস ফাউন্ডেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে নিজের অনুমানের কথা জানান ম্যাকগ্রা।
এ সময় তিনি ভারতীয় দলের প্রশংসা করে বলেন, ‘ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ খুবই শক্তিশালী। বোলিংয়েও তারা ভালো করছে। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে ভালো লেন্থে বল করেছে। মোহাম্মদ সামি ও উমেশ যাদবের বোলিং ছিল লক্ষনীয়।
এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে ম্যাকগ্রাকে। ‘ব্রেন্ডন ম্যাককালাম অসাধারণ ব্যাটিং করছে। টিম সাউদির নিয়ন্ত্রিত সুইং মুগ্ধ করেছে আমাকে, বলেন ম্যাকগ্রা।
অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কেরও প্রশংসা করেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ফাস্ট বোলার।
এবারের বিশ্বকাপে দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম ম্যাচ থেকেই দাপট দেখাচ্ছে। কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে আছে তারা। পয়েন্ট টেবিলেও কাছাকাছি অবস্থান এ দুটি দেশের।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে ‘এ’ গ্রুপের শীর্ষে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
আগামি শনিবার অকল্যান্ডে গ্রুপ পর্বের ম্যাচে দেখা হচ্ছে এই দুটি দেশের।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৫