ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খেই হারিয়ে আমিরাতের ষষ্ঠ উইকেটের পতন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
খেই হারিয়ে আমিরাতের ষষ্ঠ উইকেটের পতন

ঢাকা: দলীয় ৪৪ রানে আমিরাতের টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান ফেরার পর এবারে ষষ্ঠ উইকেটের পতন ঘটলো তাদের। ২০তম ওভারে মোহিত শর্মার বলে এলবি’র ফাঁদে পড়েন রোহান মুস্তফা (২ রান)।



২০ ওভার শেষে আমিরাতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৫৪ রান।

এর আগে আমিরাতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন আমজাদ আলী ও আন্দ্রে বেরেঙ্গার। আর ভারতের বোলিং সূচনা করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভার থেকে ৭ রান তুলে নিলেও পরের ওভারে উমেস যাদবের বলে উইকেটের পিছনে ধোনীর গ্লাভসবন্দি হয়ে ফেরেন বেরেঙ্গার (৪ রান)।

উমেস যাদবের পর আমিরাত শিবিরে আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। আমিরাতের আরেক ওপেনার আমজাদ আলীকে ফেরান তিনি। দলীয় ১৩ রানের মাথায় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ধোনীর হাতে ধরা পড়েন আমজাদ আলী।

পাওয়ার প্লে’তে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া আমিরাত প্রথম দশ ওভারে তোলে ২৮ রান। কিন্তু ১১তম ওভারের দ্বিতীয় বলে অশ্বিনের বলে রায়নার তালুবন্দি হয়ে দুই ওপেনারের দেখানো পথে ফেরেন ক্রিশনা চন্দ্র।

এরপর আবারো আমিরাত শিবিরে আঘাত হানেন অশ্বিন। ১৫তম ওভারে আক্রমণে এসে তিনি ফেরান স্বপ্নীল পাতিলকে। ১৯ বলে ৭ রান করে শিখর ধাওয়ানের তালুবন্দি হন পাতিল।

ভারতীয় স্পিনার অশ্বিনের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়ে আমিরাতের টপঅর্ডার। ৪৪ রানের মাথায় আমিরাতের পঞ্চম উইকেটের পতন ঘটে। ১৭তম ওভারে অশ্বিনের বলে ১৪ রান করা খুররম খান সুরেশ রায়নার হাতে ধরা পড়েন।

অস্ট্রেলিয়ার পার্থে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং অপেক্ষাকৃত দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

এবারের বিশ্বমঞ্চে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দু’দলের বিপক্ষে দুর্দান্ত দুটি জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনীর দল।

অন্যদিকে, বিশ্বকাপের এ আসরে দুটি ম্যাচ খেলে আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরেছে।

বিশ্বের অন্যতম দ্রুতগতির উইকেটে সংযুক্ত আরব আমিরাত কোনো ম্যাচ খেলেনি। কিন্তু ভারত এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে জয় পেয়েছে চারটিতে, হেরেছে ছয়টিতে এবং টাই করেছে একটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

** অশ্বিন জাদুতে দিশেহারা আমিরাত
** ব্যাটিং বিপর্যয়ে আমিরাত, চারজন সাজঘরে
** যাদবের পর ভুবনেশ্বরের আঘাত
** যাদবের প্রথম শিকারে সাজঘরে বেরেঙ্গার
** ফিল্ডিংয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা
**টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।