ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ক্যারিবীয়ান দলে ব্রাভোর পরিবর্তে জনসন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, মার্চ ১, ২০১৫
ক্যারিবীয়ান দলে ব্রাভোর পরিবর্তে জনসন জনসন চার্লস

ঢাকা: অবশেষে ওয়েস্ট ইন্ডিজ দলে ড্যারেন ব্রাভোর পরিবর্তে জনসন চার্লসকে নেয়া হয়েছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে ক্রাইসচার্চে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়া ব্রাভোর বিশ্বকাপ শেষ হয়ে যায়।



২০১৪ সালের জানুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় জনসনের। এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে ম্যাচ খেলে এ টপঅর্ডার ব্যাটসম্যান ৮৬৯ রান করেছেন। যেখানে তার দুটি সেঞ্চুরির পাশ‍াপাশি সমান দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।

এদিকে জনসনের দলে আসাকে অনুমতি দিয়েছে আইসিসি‘র ইভেন্ট টেকনিক্যাল কমিটি। বিশ্বকাপ চলাকালীন ইনজুরি বা অসুস্থ ক্রিকেটারদের পরিবর্তনের অনুমতি দেয় আইসিসি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।