ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয় দেখছে খুলনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
জয় দেখছে খুলনা

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ দল খুলনা বিভাগ। রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের পয়েন্ট সমান ৯৬ হলেও রান রেট এগিয়ে রেখেছে খুলনাকে।

শেষ রাউন্ডে এসেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে আব্দুর রাজ্জাকের দল।

বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১৩৪ রানে এগিয়ে আছে খুলনা। সোমবার ম্যাচের প্রথম দিনে চট্টগ্রামকে মাত্র ১৯০ রানে গুড়িয়ে দেয় খুলনা বোলাররা। জবাবে জিয়াউর রহমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৯ রান সংগ্রহ করে। ১৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে তিন উইকেটে ৪৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। ফলে শেষ রাউন্ডে জয়ের মঞ্চ প্রায় সাজিয়ে ফেলেছে খুলনা বিভাগ।

মঙ্গলবার আগের দিনের চার উইকেটে ৫৪ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে খুলনা বিভাগ। দ্বিতীয় দিনের শুরুতে আরো এক উইকেট হারালে চাপে পড়ে তারা। তবে সেখান থেকে তুষার ইমরান, জিয়াউর রহমান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে চড়ে ৩৬৯ রানের স্কোর দাঁড় করায় খুলনা।

১৩৪ বলে ১০টি ছক্কা ও সাতটি চারের সাহাজ্যে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন জিয়া। তুষার ইমরান করেন ৭০ রান। এছাড়া আট নম্বরে নামা মেহেদি হাসানের ব্যাট থেকে আসে ৮০ রান। শেষ দিকে ২৩ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ন ইনিংস খেলে দলের স্কোরকে আরো বড় করেন খুলনার অধিনায়ক ‍আব্দুর রাজ্জাক।

চট্টগ্রামের বোলার ইফতেখার সাজ্জাদ রনি ও মেহেদি হাসান রানা চারটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।