ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর-নাসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, অক্টোবর ২৩, ২০২৫
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর-নাসিম সংগৃহীত ছবি

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম এবং পেসার নাসিম শাহ।

সালমান আলি আগাকে অধিনায়ক করে ঘোষণা করা ১৫ সদস্যের এই দলে আরও ফিরেছেন আবদুল সামাদ।

দলে একমাত্র নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উসমান তারিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি রাওয়ালপিন্ডি ও লাহোরে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর একই ভেন্যুতে ১৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ।

বাবর ও নাসিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের শেষের দিকে এবং সাম্প্রতিক এশিয়া কাপের অংশ ছিলেন না। চার মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের এই প্রত্যাবর্তন দলে নির্বাচনের সম্ভাবনা জোরালো করলো। তবে উল্লেখযোগ্যভাবে, ফখর জামান এবং হারিস রউফ শুধু রিজার্ভ তালিকায় জায়গা পেয়েছেন।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।

রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মোকিম।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজের মাঝে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদে তিনটি ওয়ানডে খেলবে। এরপর পাকিস্তান ১১ থেকে ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ আয়োজন করবে।

ওয়ানডে সিরিজের জন্য নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলে ফিরেছেন ফয়সাল আকরাম, হারিস রউফ এবং উইকেটরক্ষক-ব্যাটার হাসিবুল্লাহ।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।