যশোর: ২০ মণ জিলাপি ও এক মণ রঙে বাংলাদেশের বিজয় উদযাপন করেছে যশোরের চৌগাছার ক্রিকেটপ্রেমিরা।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে চৌগাছা শহরব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
এ উৎসবে উপস্থিত ছিলেন- চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুষমা সুলতানা, ডিভাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হাসানুজ্জামান রাহীন প্রমুখ।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুষমা সুলতানা বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ দল আরও ভালো খেলবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিব বাংলানিউজকে বলেন, ‘উপজেলার সাধারণ জনগণের সঙ্গে মিলেমিশে অনেক আনন্দ করেছি। বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে স্থানীয় ডিভাইন গ্রুপের পক্ষ থেকে ২০ মণ মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও প্রায় এক মণের ওপরে রঙ নিয়ে উৎসবে মেতে ওঠে সাধারণ মানুষ।
অন্যদিকে, যশোর জেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর শহরে আনন্দ মিছিল বের করে। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। র্যালিতে যশোরের জেলা প্রশাসক ড.হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫