ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র নতুন সেক্রেটারি আনুরাগ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। মূলত, দুই দেশের ক্রিকেট সম্পর্কন্নোয়নের লক্ষ্যেই এই তৎপরতা দেখিয়েছেন পিসিবি প্রধান।
বিসিসিআই সেক্রেটারি আনুরাগ ঠাকুর বলেন, ‘দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আন্তরিক সম্পর্ক বজায় রাখার জন্য এটি একটি সৌজন্য সাক্ষাৎ মাত্র। ’ উল্লেখ্য, সদ্যই ভারতের ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে এন শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত হয়েছেন জাগমোহন ডালমিয়া।
পিসিবি প্রধান শাহরিয়ার খান বলেন, ‘বিসিসিআই’র নতুন সেক্রেটারির সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত নির্বাচিত কর্মকর্তাদের শুভকামনা জানিয়েছি। আশা করছি, প্রতিবেশী দু’দেশের ক্রিকেট সম্পর্কন্নোয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। ’
উল্লেখ্য, দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজনে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তি অনুযায়ী ছয় বছরে ১২টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ হবে। যার প্রথম সিরিজটি এ বছরের ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যে সর্বশেষ ২০১২-১৩ সালে (ডিসেম্বর-জানুয়ারি) দ্বি-পাক্ষিক সিরিজ হয়েছিল। ভারত সফরে গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল মিসবাহ-হাফিজরা। টি-টোয়েন্টি সিরিজটিতে ১-১ সমতা থাকলেও ওডিআই সিরিজটি ২-১ এ জিতে নেয় পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘন্টা, মার্চ ১১, ২০১৫