ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

জাতীয় লিগে স্পিনাররাই এগিয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, মার্চ ১৩, ২০১৫
জাতীয় লিগে স্পিনাররাই এগিয়ে ছবি : সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার শেষ হয়েছে ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ। শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোকে ১০২ রানে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছে রংপুর বিভাগ।

এদিকে এবারের লিগে বল হাতে দেখা গেছে স্পিনারদের দাপট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম আট জনই স্পিনার!

এবারের লিগের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ইলিয়াস সানি। সাত ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন ঢাকা মেট্রোর এই বাঁহাতি স্পিনার। সানির চেয়ে এক উইকেট কম পেয়ে(৪১ উইকেট)দ্বিতীয় অবস্থানে খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক।

এক ম্যাচ কম খেলে সমান ২৮ উইকেট নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে ঢাকা বিভাগের মোশাররফ হোসেন রবেল ও বরিশালের স্পিনার সোহাগ গাজী।

২৭ উইকেট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন রাজশাহীর দুই স্পিনার সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব।

সেরা আট উইকেট শিকারির শেষ দুই নাম মাহমুদুল হাসান ও নাসুম আহমেদ। তারা যথাক্রমে ২৪ ও ২২টি উইকেট পেয়েছেন। এরা দু’জনেই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।