ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপে অজিদের বিপক্ষে স্কটিশদের সর্বনিম্ন স্কোর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, মার্চ ১৪, ২০১৫
বিশ্বকাপে অজিদের বিপক্ষে স্কটিশদের সর্বনিম্ন স্কোর সংগৃহীত

স্টার্ক-কামিনসদের বোলিং তোপে পড়ে ১৩০ রানে অল আউট হয়েছে স্কটল্যান্ড। এখন পর্যন্ত ১১তম বিশ্বকাপের এটাই সর্বনিম্ন স্কোর।

শুধু তাই নয় এটা অজিদের বিপেক্ষও বিশ্বকাপে স্কটিশদের সর্বনিম্ন স্কোর।

এর আগে ২০০৭ বিশ্বকাপে ১৩১ রানে অলআউট হয়েছিল স্কটল্যান্ড। বিশ্বকাপের ওই ম্যাচে অজিদের দেওয়া ৩৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ম্যাগ্রাথ এবং টেইটের বোলিং তোপে ১৩১ রানে সবাই আউট হয়ে যান।

ম্যাগ্রা তিন এবং টেইট দুই উইকেট নিয়েছিলেন। সর্বোচ্চ ৫১৪ রান আসে অধিনায়ক কলিন স্মিথের ব্যঅট থেকে।

এবারের বিশ্বকাপেও স্টার্ক এবং কামিনসের গতিতে কুপোকাপ হতে হয়েছে স্কটিশদের। স্টার্ক একাই নিয়েছেন ৪ এবং কামিনস ৩ উইকেট নিয়েছেন।

স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ম্যাট মাচান।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।