ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

ফর্মে ফেরা ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সেরা রায়না

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, মার্চ ১৪, ২০১৫
ফর্মে ফেরা ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সেরা রায়না সুরেশ রায়না

৯২ রানে ৪ উইকেট হারানোর পর কিছুটা চাপের মধ্যে থাকা দলকে শক্ত হাতে টেনে তুলেছেন সুরেশ রায়না। সঙ্গে অধিনায়কোচিত ইনিংস খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি।

সেই সঙ্গে রায়না তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

জিম্বাবুয়ের বিপক্ষে ১০৪ বল মোকাবেলা করে ১১০ রান করেছেন রায়না। আর শতরান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

ধোনি-রায়নার পঞ্চম উইকেট জুটিতে ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে।

রায়না এ পর্যন্ত ২১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫ শতক ও ৩৪টি অর্ধশতক করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।