ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

অধিনায়ক থাকতে চান মরগান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, মার্চ ১৪, ২০১৫
অধিনায়ক থাকতে চান মরগান ইয়ন মরগান

ঢাকা: বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবির পরও দলের অধিনায়ক হিসেবে থাকতে চান ইয়ন মরগান। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে নয় উইকেটের জয়ের পর সবচেয়ে বাজে বিশ্বকাপ মিশন শেষ করলো ইংলিশরা।

মূলত বাংলাদেশের কাছে ১৫ রানের হারের পরই আসর থেকে ছিটকে পড়ে দলটি।

এদিকে কোচ পিটার মোরেস ইংল্যান্ডের দায়িত্বে থাকছেন কিনা তা জানা যায়নি। তবে গত বছরের শেষ দিকে অ্যালিস্টার কুক থেকে অধিনায়কত্ব পাওয়া মরগানই দলনেতা হিসেবে থাকছেন।

মরগান বলেন, ‘ আমার হাত ধরে দল বাজে খেলেছে। তবে আমি এখন সামনের দিকে তাঁকিয়ে। আর আমি এ অভিজ্ঞতাকে আরো বেশী কাজে লাগ‍াতে চাই। ’

তিনি আরো বলেন, ‘ এ আসরে আমরা আসলে নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে আমি মনেকরি আমরা ক্রিকেট বিশ্বে এখনও সেরা দল। ’

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।