ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপে সরফরাজের প্রথম সেঞ্চুরি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মার্চ ১৫, ২০১৫
বিশ্বকাপে সরফরাজের প্রথম সেঞ্চুরি ছবি : সংগৃহীত

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম শতক তুলে নিতেবিশ্বমঞ্চকেই বেছে নিলেছেন। আইরিশদের বিপক্ষে ‍অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে।



রোববার (১৫ মার্চ) বিশ্বকাপে পুল ‘বি’র শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে মুখোমুখি হয় পাকিস্তান-আয়ারল্যান্ড।

নকআউট পর্বে জায়গা করে নিতে হলে দু’দলকেই পরাজয় এড়াতে হবে- এমন সমীকরণ সামনে নিয়ে খেলতে নামে পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আগে ব্যাট করে অধিনায়ক পোর্টারফিল্ডের সেঞ্চুরিতে ভর করে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ২৩৭ রান। জবাবে ব্যাট করতে নেমে উইকেট উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদের শতকে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

২০০৭ সালে ইমরান নাজিরের শতকের পর বিশ্বকাপে আর কোনো সেঞ্চুরি পায়নি পাকিস্তানি ব্যাটসম্যানরা। ৯২’ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের সেই সেঞ্চুরি খরা ঘুচান সরফরাজ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।