ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রথম ৫ ওভারে বাউন্ডারি শূন্য লঙ্কানরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, মার্চ ১৮, ২০১৫
প্রথম ৫ ওভারে বাউন্ডারি শূন্য লঙ্কানরা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটে ‘পাওয়ার প্লে’ হিসেবে পরিচিত প্রথম দশ ওভার ব্যাটিং সাইডের জন্য খুবই গুরত্বপূর্ণ। ফিল্ডিংয়ে বাধ্যবাধকতা থাকায় পাওয়ার প্লে’র এই দশ ওভারে স্কোর বোর্ডে ভালো সংগ্রহ জড়ো করতে চান ব্যাটসম্যানরা।



বিশ্বকাপের এবারের আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে বুধবার (১৮ মার্চ) মুখোমুখি হয় শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে টস জয়ী শ্রীলঙ্কা শুরুতেই বির্পযয়ে পড়ে। দলীয় ৩ ও ৪ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার পেরেরা ও দিলশান।

শুধু তাই নয়, আফ্রিকান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পাঁচ ওভারে শ্রীলঙ্কান কোনো ব্যাটসম্যাই বাউন্ড‍ারি হাঁকাতে পারেন নি। আর ওই পাঁচ ওভারে দলীয় স্কোরবোর্ডের যে ৬ রান এসেছে তার মধ্যে দুই রানই অতিরিক্ত।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।