ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগার-প্রোটিয়া ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
টাইগার-প্রোটিয়া ম্যাচের সূচি

ঢাকা: এগারোতম বিশ্বকাপের আসরে প্রত্যাশার থেকে ভালো খেলেছে লাল-সবুজের বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা জানান, সমর্থকদের প্রত্যাশা ধরে রেখে আগামীতে আরও ভালো কিছু করতে চায় টাইগাররা।



বিশ্বকাপের পর ব্যস্ত সূচি রয়েছে টাইগারদের। আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি অনেক জল ঘোলা করেই এদেশে খেলতে আসবে।

আর আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর করবে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে অল্পের জন্য হেরে যাওয়া এবিডি ভিলিয়ার্সের দ. আফ্রিকা। প্রোটিয়ারা টাগারদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে।

দুটি টি-টোয়েন্টি ম্যাচই হবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি হবে জুলাইয়ের ৫ তারিখে আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭ জুলাই।

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের প্রথম দুটি হবে মিরপুরে। ১০ ও ১২ জুলাই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ২১ থেকে ২৫ জুলাই প্রথম টেস্ট ম্যাচটিও হবে এ ভেন্যুতে।

আর ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। দুটি টেস্ট ম্যাচের বাংলাদেশ সময় ধরা হয়েছে সকাল নয়টায়। তবে, অন্য ম্যাচের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।