মিরপুর থেকে: প্রথমবারের মতো একাদশে চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে একাদশে আছেন পেসার মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিশ্বসেরা অলরাউন্ডারের সাকিব আল হাসানের সঙ্গে আজ হাত ঘুঁরাতে হতে পারে অফস্পিনার নাসির হোসেন ও সাব্বির রহমানকে।
শের-ই-বাংলা স্টেডিয়ামের চার নাম্বার উইকেটে গড়াচ্ছে খেলা। দ্রুতগতির উইকেটের সঙ্গে মিরপুরে আজ ওভারকাস্ট কন্ডিশন হওয়ায় চার পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। গত কয়েকটি ওয়ানডে ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে দেখা গেছে বাংলাদেশকে। তবে আজ দলে যোগ হয়েছে বাড়তি পেসার।
অন্যদিকে ভারতীয় দলে তিন পেসারের সঙ্গে রয়েছেন দুই স্পিনার।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলে অভিষিক্ত হয়েছেন ‘টি-টোয়েন্টির চমক’ খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও টপঅর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাশ।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসকে/এমএমএস