ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজ্ঞাত ফোন কলে বিরক্ত পারনেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
অজ্ঞাত ফোন কলে বিরক্ত পারনেল ওয়েইন পারনেল/ছবি: সংগৃহীত

ঢাকা: হোটেল সোনারগাঁওয়ে অজ্ঞাত ফোন কলের জের ধরে অভিযোগ এনেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েইন পারনেল। রোববার (০৫ জুলাই) বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সফরকারীদের টিম হোটেলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ইএসপিএন ক্রিকইনফোতে এমন খবরই প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক পরামর্শক হোসেন ইমাম জানান, ‘টিম হোটেল থেকে মিরপুর স্টেডিয়ামে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বেনামী ফোন কল থেকে পারনেলের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে হুমকি দেওয়া হয়। উক্ত সূত্রের মাধ্যমে এমনটিই জানা যায়।

দৈনিক কালের কণ্ঠকে ইমাম বলেন, ‘এ ঘটনার পরপরই আমরা গোয়েন্দ‍া সংস্থাকে বিষয়টি অবহিত করি। তারা ফোন দেওয়া ব্যক্তিকে শনাক্ত করাসহ কোন জায়গা থেকে কলটি আসে তাও বের করা চেষ্টা করছে। ’

প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মেদ মুসাজি বলেন, ‘প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে হোটেল রুমে অবস্থানকালে পারনেল একটি ফোন কল পায়। যাই হোক। আমরা মনে করছি, কেউ মজা করার উদ্দেশ্যেই হয়তো ফোন কলটি দেয়। তাই এ বিষয়টি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। তবে ওই ঘটনার পর আমরা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলাম। ’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান চিন্তার বিষয় হচ্ছে, পারনেলকে অজ্ঞাত নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে এবং বেনামী কলারের ফোন কলটি হোটেল কর্তৃপক্ষ সরাসরি তার রুমে ট্রান্সফার করে। তাকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রোটোকল দেওয়া উচিৎ। সে আমাদেরকে এ বিষয়টি জানানোর পর আমরা তা বিসিবি অফিসিয়ালকে জানাই। তবে, পারনেল এটিকে মোটেও হুমকি হিসেবে দেখছে না। সে বরং অজ্ঞাত ফোন কল নিয়ে উদ্বিগ্ন।

ইমাম উল্লেখ করেন, ‘মোবাইল ফোন থেকে কলটি দেওয়া হয়। হোটেল কর্তৃপক্ষের উচিৎ ছিল পারনেলের অনুমতি নিয়ে তার রুমে ফোন কলটি ট্রান্সফার করা। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলেছিলাম, সরাসরি কোনো ফোন কল যেন খেলোয়াড়দের রুমে ট্রান্সফার করা না হয়। এক্ষেত্রে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। কিন্তু, পারনেলের ক্ষেত্রে তারা আমাদের নির্দেশনা মানেননি। ’

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।