ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া দুই ওপেনারের ভালো শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
প্রোটিয়া দুই ওপেনারের ভালো শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আরাফাত সানি, নাসির হোসেন আর মুস্তাফিজের বলে কিছুটা হাত খুলে ব্যাট চালিয়ে যাচ্ছেন দুই প্রোটিয়া ওপেনার। ছয় ওভার শেষেও টাইগার বোলাররা কোনো উইকেট তুলে নিতে পারেন নি।



ছয় ওভার শেষে দ. আফ্রিকা বিনা উইকেট তুলেছে ৫১ রান।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পাওয়া প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং উদ্বোধন করতে নামেন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন আরাফাত সানি। প্রথম ওভার থেকে প্রোটিয়ারা ৯ রান তুলে নেয়।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশ সমতা আনার লক্ষ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে। টস জিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

টাইগারদের প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সোহাগ গাজী। তার জায়গায় সুযোগ হয়েছে ব্যাটসম্যান রনি তালুকদারের। এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হলো রনি তালুকদারের। আর প্রোটিয়াদের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রাবাদা। তার জায়গায় সুযোগ পেয়ে অভিষেক হয়েছে এডি লি’র।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

দ.আফ্রিকা দল: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, এডি লি ও অ্যারন ফাঙ্গিসো।

** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।