ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামির সিপিএল শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
স্যামির সিপিএল শেষ ড্যারেন স্যামি/ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে ছিটকে গেছেন ড্যারেন স্যামি। ত‍াই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে সেন্ট লুসিয়া অধিনায়কের আর মাঠে নামা হচ্ছে না।



মঙ্গলবার (০৭ জুলাই) জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ব্যাট করার সময় আন্দ্রে রাসেলের বল স্যামির বাঁ হাতে আঘাত হানে। পরে রিটায়ার্ড হার্ট হয়ে তিনি মাঠ ছাড়েন। স্ক্যান রিপোর্টে তার হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। এতে করে এই ক্যারিবীয়‍ান অলরাউন্ডারকে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

সেন্ট লুসিয়ায় স্যামির স্থলাভিষিক্ত হবেন অলরাউন্ডার কিরন কট্টি। আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

স্যামির নেতৃত্বে সাত ম্যাচের তিনটিতে জয় পায় সেন্ট লুসিয়া। ছয় ইনিংসে ব্যাট করে ৮১ রান করেন স্যামি। স্ট্রাইক রেট ১২৪.৬১। আর বল হাতে ৮.৫ ইকোনমি রেটে ৬টি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।