ঢাকা: নিউজিল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার বাছাইয়ের জন্য ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন পল ওয়াইজম্যান। সাবেক এই কিউই অফস্পিনার একই সঙ্গে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বটাও অব্যাহত রাখবেন।
এক বিবৃতির মাধ্যমে এমনটি জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে উল্লেখ করা হয়, ‘ওয়াইজম্যান নিউজিল্যান্ড ক্রিকেটের সফলতার জন্য কাজ করবেন। তার মূল লক্ষ্য থাকবে প্রতিভাধর ক্রিকেটারদের খুঁজে বের করা। ’
১৯৯৮ থেকে ২০০৫ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২৫টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেন ওয়াইজম্যান। ক্রিকেট থেকে অবসরের পর লেভেল-৩ কোচিং সার্টিফিকেট পান। তিনি কিউইদের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বে ছিলেন।
ওয়াইজম্যান বলেন, ‘নিউজিল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার সনাক্তের দায়িত্ব পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আশা করছি, এর মধ্য দিয়ে দলের প্রধান কোচ মাইক হেসন ও নির্বাচক গ্যাবিন লারসেনের কাজে সহায়তাসহ ভবিষ্যতে আরো শক্তিশালী কিউই দল গঠনে অবদান রাখতে পারব। ’
নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান লিন্ডসে ক্রোকার বলেন, ‘স্থায়ীভাবে প্রতিভাবান ক্রিকেটার সন্ধানের মধ্য দিয়ে আমরা আরো এগিয়ে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে এটি অনেক কাজে দেবে। ওয়াইজম্যান কিউই দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের বয়সভিত্তিক দলে তার অবদান অপরিসীম। ক্রিকেট কমিউনিটির সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা রয়েছে। সব কিছু মিলিয়ে উঠতি প্রতিভা খোঁজার জন্য তার বিকল্প নেই। ’
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএম