মিরপুর থেকে: দুই দিন ধরে রাজধানীতে চলছে টানা বর্ষণ। বৃষ্টি বাঁধায় শঙ্কায় পড়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচ।
তবে বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা সময় মতোই ভিড় জমিয়েছে স্টেডিয়ামের বিভিন্ন গেটে। ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসতে পারে- এমনটা ভেবে যথাসময়ে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি গেট কর্তৃপক্ষ।
ম্যাচের নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে গেট খোলার কথা থাকলেও গেট খুলে দেওয়া হয় বিকেল তিনটায়। স্টেডিয়ামের গেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ক্লান্তি নেই দর্শকদের মাঝে। দিনভর ভারী বর্ষণের পরও মাঠে খেলা হবে-এমন প্রত্যাশা নিয়েই রয়েছেন তারা।
খিলগাঁও থেকে খেলা দেখতে আসা স্কুল ছাত্র আলভী শিহাব বাংলানিউজকে জানান, ‘স্কুল বন্ধ হয়ে গেছে। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার আগে খেলাটা দেখে যেতে চেয়েছিলাম। গতকাল টিকিট সংগ্রহ করি। তখনতো আর বুঝিনি আজও বৃষ্টি হবে। প্রথম স্টেডিয়ামে আসলাম। খেলাটা যেন হয়। বৃষ্টি যেন কমে যায়, সিএনজি’তে চড়ে দোয়া পড়তে পড়তে স্টেডিয়ামে আসছি। একটা বল হলেও যেন দেখতি পারি। ’
শিহাবের মতো এমন অনেক কিশোর অপেক্ষমান স্টেডিয়াম গেটে। খেলাটা হোক-এমন প্রত্যাশা নিয়েই মাঠে আসা ওদের।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এসকে/আরএম