মিরপুর থেকে: অভিষেক ম্যাচেই রাবাদার অসাধারণ হ্যাটট্রিকে বিপর্যয়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে দলকে বিপদে ফেলে বিদায় নেন ১৪৮ ওয়ানডে খেলা তামিম।
১৪টি ওয়ানডেতে নামা সৌম্যর সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে জুটি গড়তে আসেন লিটন। তবে, প্রথম বলেই বেহারদিয়ানের তালুবন্দি হন লিটন। চার নম্বরে নামা মাহমুদুল্লাহকে এলবির ফাঁদে ফেলে হ্যাটট্রিক করেন রাবাদা।
৪ ওভার থেকে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে তুলেছে ১৭ রান।
সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েন এনামুল হক বিজয়, আরাফাত সানি আর রুবেল হোসেন। দ. আফ্রিকার একাদশ থেকে বাদ পড়েন অ্যারন ফাঙ্গিসো, মরনে মরকেল, ওয়েইন পারনেল এবং ম্যাকলারেন।
বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে এসেছে ম্যাচ। পাওয়ার প্লে প্রথম ৮ ওভার। ৩২ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত (৮ ওভার) ৩০ গজের বাইরে পাঁচ ফিল্ডার দাঁড়াতে পারবেন।
ঘরের মাঠে শেষ ১১ ওয়ানডের ১০টিতেই জিতেছে বাংলাদেশ। জিতেছে টানা তিনটি সিরিজ। জিম্বাবুয়ে, পাকিস্তানকে বাংলাওয়াশের পর দাপটের সঙ্গে ভারতকে সিরিজ হারিয়েছে ২-১ ব্যবধানে। ওয়ানডেতে ঘরের মাঠে এতসব সাফল্যের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় তুলে নিতে প্রস্তুত বদলে যাওয়া টাইগাররা।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ১৪ বার। তাতে বলার মতো সাফল্য নেই বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে একটি মাত্র জয় টাইগারদের। সেটিও আট বছর আগে, ২০০৭ বিশ্বকাপে। দুই দলের মাঝে সর্বশেষ দেখা ২০১১ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। মিরপুরে অনুষ্ঠিত সে ম্যাচে বাংলাদেশ হারে ২০৬ রানের বিশাল ব্যবধানে। ২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ।
দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান, ক্রিস মরিস, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও রাবাদা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১০ জুলাই ২০১৫
এমআর
** ব্যাটিংয়ে তামিম-সৌম্য
** টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা