ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

সর্বোচ্চ ক্যাচ এখন মাশরাফির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুলাই ১২, ২০১৫
সর্বোচ্চ ক্যাচ এখন মাশরাফির ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাইগারদের হয়ে এখন সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশ দলের কোনো ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ৪৮ ক্যাচ ধরেছেন তিনি।



দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের করা ২৪তম ওভারের পঞ্চম বলে ড্যাশিং ব্যাটসম্যান ডেভিড মিলারের ক্যাচ শর্ট মিডউইকেটে দুরন্তভাবে লুফে নিয়ে এ রেকর্ড গড়লেন তিনি।

রিয়াদ-মাশরাফিতে আউট হয়ে ‘কিলার’ খ্যাত ব্যাটসম্যান মিলার সাজঘরের পথ ধরেন ২৪ বলে মাত্র ৯ রান করে।

রোববারের (১২ জুলাই) এ ম্যাচে প্রতিবেদনটি লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকানদের সংগ্রহ ২৯ ওভারে ৯৫ রান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।