ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রানখরার ম্যাচে সৌম্যের দুরন্ত হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
রানখরার ম্যাচে সৌম্যের দুরন্ত হাফসেঞ্চুরি ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাত্র ২৪ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল ধরে দারুণ অর্ধশতক তুলে নিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৬২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খাওয়া দলকে এ অর্ধশতক উপহার দিলেন তিনি।

দলকে জয়ের বন্দরে ভেড়াতে এখনও ক্রিজে আছেন সাতক্ষীরার এ তরুণ তুর্কি।

রোববারের (১২ জুলাই) এ ম্যাচে সৌম্য সরকার আরেক ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামেন। টার্গেট মাত্র ১৬২ রান হলেও তাড়াহুড়ো শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তামিম ইকবাল। এরপর নেমে লিটন দাসও আউট হয়ে যান তাড়াহুড়ো শট খেলতে গিয়ে।

তারপর খেলতে নামা বিশ্বকাপের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সৌম্য গড়ে তুলেছেন ৯৪ রানের পার্টনারশিপ। এ জুটিই জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। এ জুটি গড়ে সৌম্য খেলছেন ৫৯ রানে অপরাজিত থেকে, আর রিয়াদ খেলছেন ৩০ রানে।

রানখরার এ ম্যাচে সৌম্যই এখন পর্যন্ত অর্ধশতক পেরোলেন। দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেছিলেন ফাফ ডু প্লেসিস।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।