মিরপুর থেকে: সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে কামব্যাক করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েও সমতায় এনেছে (১-১) বাংলাদেশ দল।
অনায়াসে ১৬৩ রান টপকে সাত উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আর তাতে বড় অবদান রয়েছে ওপেনার সৌম্য সরকারের।
২৪ রানের মধ্যে তামিম ও লিটনকে হারালেও তৃতীয় উইকেটে বিশ্বকাপের ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহকে নিয়ে গড়েন ১৩৫ রানে জুটি। শেষ দিকে মাহমুদুল্লাহ ফিরে গেলেও ৮৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। জয়সূচক রান নেন ছক্কা হাকিয়ে।
গেল পাকিস্তান সিরিজে একটি সেঞ্চুরির পর থেকেই সৌম্যর ব্যাটে বড় স্কোর দেখা মিলছিল না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবার বড় স্কোর পাওয়ার টোটকা জানালেন সৌম্যই, ‘শেষ পর্যন্ত খেলার ইচ্ছা ছিল। আজ চাইছিলাম সময় নিয়ে খেলবো। আর তার জন্য একটা-দু’টা শট কমিয়ে এনেছিলাম। আজ একটু আলাদাভাবে ব্যাটিং স্টার্ট করেছি। দুই উইকেট পড়ে যাওয়ার পর শেষ পর্যন্ত খেলার চিন্তা করেছি।
দ্বিতীয় ওয়ানডের উইকেট নিয়ে সৌম্য বলেন, ‘উইকেটে খেলা টাফ ছিল। একটা বল জোরে আসে, একটা বল আস্তে। ভারত-পাকিস্তানের সঙ্গে যেমন উইকেটে খেলেছি এটা তেমন না। আগের সিরিজগুলোতে বোলাররা ওভারে একটা বাজে বল করেছেই। কিন্তু ওরা ওইভাবে বাজে বল করেনি।
টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডেতে হারের পর শনিবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনায় বসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। বোর্ড সভাপতি সৌম্যকে বলেছিলেন সময় নিয়ে খেলতে, ইনিংস লম্বা করতে।
তার পরামর্শই কি এই ম্যাচে লম্বা ইনিংস ও শেষ করতে উৎসাহ যুগিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন, তিনি আমাদের অনেক পজিটিভ কথা বলেছেন। তবে, আলাদা কিছু ছিল না। ছোটরাও আমাকে বলে, ভাই একটু শেষ কইরেন!
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসকে/এসএইচ