চট্টগ্রাম থেকে : বছর ঘুরে হাজির ঈদ। ঈদ মানে আনন্দ।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন বাংলাদেশের হয়ে ৪৬ টেস্ট খেলা মুশফিক।
মুশফিক বলেন, ‘প্রত্যেক মুসলমানেই চায় মা-বাবা ও পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে। কিন্তু আমাদের উপর একটি জাতীয় দায়িত্ব রয়েছে। তাই এ প্রথম দেশে থেকেও মা-বাবা ছাড়া ঈদ করছি। তাদেরকে অনেক মিস করছি। তবে এ ঈদ উদযাপন করার মধ্য দিয়ে অন্যরকম একটি অভিজ্ঞতা লাভ করলাম। ’
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘দেশবাসী সুখে ও শান্তিতে থাকুক এ কামনা করি। আল্লাহ যাতে সবাইকে সবরকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। এছাড়া জাতীয় দলের সকল খেলোয়াড়দের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন টেস্টে ২৫৫৭ রান করা মুশফিক। ’
ঈদের পরিকল্পনার বিষয়ে মুশফিক বলেন, ‘চট্টগ্রামে কিছু আত্মীয় স্বজন আছে। তাদের বাসায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় ও হোটেলে কলিগদের সঙ্গে সময় কাটনোর পরিকল্পনা রয়েছে। ’
এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ বাংলানিউজকে বলেন, ‘দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতেছি। সামনে টেস্ট ম্যাচ। টেস্টেও যাতে আমরা ভাল করতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। সকলের জীবন ঈদময় হোক। ’
এর আগে সকাল সাড় আটটায় নগরীর দামপাড়া পুলিশ লাইনস মসজিদে ঈদের নামাজ আদায় করেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা। এছাড়া চট্টগ্রামে ঈদ করছেন রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও লিটন দাশও।
গত ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে টাইগাররা। সিরিজ জয়ের পর দুইদিন অনুশীলন শেষে তামিম, সাকিব, সৌম্য, ইমরুল কায়েস, নাছিরসহ অন্য খেলোয়াড়রা ঈদের ছুটিতে বাড়িতে যান। আগামী ২১ জুলাই (মঙ্গলবার) থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুলাই ১৮,২০১৫
বিপি/টিসি