ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাফল্য ধরে রাখা অনেক চ্যালেঞ্জের : মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
সাফল্য ধরে রাখা অনেক চ্যালেঞ্জের : মুশফিক ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম থেকে : দেশের মাটিতে টানা চারটি সিরিজ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা অনেক আত্মবিশ্বাসী। সাফল্য পাওয়ার চেয়ে সাফল্য ধরে রাখা অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।



সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন টাইগার অধিনায়ক।

মুশফিক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই ভাল একটা সিরিজ আমরা কাটিয়েছি।   শেষ আট নয় মাস খুবই ভাল ক্রিকেট খেলছে বাংলাদেশ।   শেষ ছয় টেস্টে তিনটিতে জিতেছি।   যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় হয়।   তবুও তাদের ২০ উইকেট নিতে হয়েছে আমাদের।   পাকিস্তানের এবং ভারতের সঙ্গে একটি করে টেস্ট ড্র করায় আমাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। ’

তিনি বলেন, ‘এ আত্মবিশ্বাস দক্ষিণ আফ্রিাকার বিরুদ্ধে কাজে লাগবে।   কারণ এর আগে আমরা যতবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলেছি তখন এবারের মতো আত্মবিশ্বাস কোনবারই ছিল না।   কেননা যে জায়গা থেকে কামব্যাক করেছি তা সত্যিই অতুলনীয়।

মুশফিক বলেন, ‘এখানে টেস্ট বা ওয়ানডে নয়।   সেরাটা দিতে হবে বাংলাদেশ টিমকে। ওয়ানডেতে আমরা দক্ষিণ আফ্রিকাকে যেভাবে প্রোটেস্ট করছি, টেস্টেও যেন বাংলাদেশ ভালো করে।   সাঞ্জস্যপূর্ণ ক্রিকেট খেলতে পারে, ডোমিনেট করতে পারে।   পাঁচদিন যেন ভাল ক্রিকেট খেলতে পারি সেই আশাই করব।   আর পাঁচদিন ভালো খেলাই হবে আমাদের প্রধান টার্গেট।   কারণ বাংলাদেশ দলের সবাই কেপাবল। ’

আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২০,২০১৫
বিপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।