জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম থেকে: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বোলার ও ব্যাটসম্যানদের ভাল কিছু করার তাগিদ দিলেন টাইগার অধিপতি মুশফিকুর রহিম।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তাগিদ দেন মুশফিক।
টাইগার অধিনায়ক বলেন, ‘টানা সিরিজ জয়ের পর আমাদের খেলোয়াড়রা ফর্মে আছে। ব্যাটিং ও বোলিংয়ে তারা ভালো করছে। কোন দলের খেলায়াড়রা ফর্মে থাকলে ভালো কিছু করার চান্স অনেক বেশি। তাই আমরাদের পাঁচদিন ভালো করে খেলতে হবে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ’
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলিং এ্যাকশন খুবই ভালো। বড় চ্যালেঞ্জ হবে ওদের পেস বোলিংয়ের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানদের ভালো করা। আমাদের বোলিংয়ে বৈচিত্র আছে। যেটা কীনা তাদের ২০ উইকেট নিতে সহায়ক হবে। ব্যাটসম্যানরাও ভালো খেলছে। এ দুটি বিভাগে ভাল করলে আমরা টেস্টে ভালো কিছু করতে পারব। আর এজন্য আমরা মুখিয়ে আছি। ’
মুশফিক বলেন, ‘সাফল্য আসলে সেটি ধরে রাখার কৌশলও নির্ধারণ করতে হয়। ওয়ানডে সিরিজে আমরা ভালো একটি ফারফর্ম করেছি। একই খেলোয়াড়রা টেস্টেও খেলছে। কিন্তু টেস্টে কেন তারা ভালো করতে পারে না। এর কারণ কি?
“কারণ হলো ওয়ানডের মতো খুব বেশি টেস্ট আমরা খেলি না। এটিও একটি বড় ব্যাপার। এছাড়া টেস্ট ও ওয়ানডে দুইটি দুই ধরণের। তারপরও গত টেস্ট সিরিজগুলো বাংলাদেশ ভালো করেছে। এ ভালো করাটাই আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তামিম, ইমরুল, মোমিনুল ভাল ব্যাটিং করে। তারা যদি সেরাটা দিতে পারে আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল ফাইট করতে পারব। আর ভালো কিছু করা বাংলাদেশের জন্য খুবই সম্ভব। ”
আবহাওয়াটা ম্যাচের ফলাফলের উপর প্রভাব ফেলবে উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, আমরা যেটি আশাকরি সেটি নাও হতে পারে। আমরা কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করব। উইকেট ও কন্ডিশনটা দেখব। উইকেট যদি ভেজা থাকে তবে তা ভিন্ন রুল প্লে করবে। এটির উপরই একাদশ নির্ভর করবে। টস ও উইকেটের উপর নির্ভর করে দল ঘোষণা করব। তাই কন্ডিশনটা দেখতে হবে। ’
টেস্টে উইকেট কিপার হিসেবে লিটন দাশকে খেলোনো হতে পারে বলেও জানান মুশফিক।
আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
বিপি/টিসি