ঢাকা: ২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। সফল আয়োজনের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভেন্যু পরিদর্শন ছাড়াও তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সফরে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও বিকেএসপির মাঠগুলো পরিদর্শন করবেন তারা।
দলটির পরিদর্শন সন্তোষজনক হবে বলে বিশ্বাস করেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। তিনি বলেন, ‘আমাদের ভেন্যুগুলো প্রায় প্রস্তুত। আমাদের কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে। বিশ্বকাপকে সামনে রেখে আমরা কিন্তু অনেকদিন ধরেই কাজ করছি। এটা অনেক বড় একটা টুর্নামেন্ট। আইসিসির একটি টিম আসছে। সবকিছু নিয়ে তারা রিপোর্ট করবে। আশা করছি, তারা সন্তুষ্ট হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঠ ও উইকেটের প্রস্তুতি নিয়ে। ’
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস