ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শারজাহ টেস্টে ইংলিশদের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
শারজাহ টেস্টে ইংলিশদের অসহায় আত্মসমর্পণ ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিজ হার এড়াতে শারজাহ টেস্টে ইংল্যান্ডের জয়ের বিকল্প ছিল না। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক, পাকিস্তানের স্পিন ঘূর্ণিতে ২৮৪ রানের লক্ষ্যে নেমে ১৫৬ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

দাপুটে জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় মিসবাহ-ইউনিসরা।

স্কোর: পাকিস্তান – ২৩৪ ও ৩৫৫
ইংল্যান্ড – ৩০৬ ও ১৫৬

এর আগে দুবাইতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ১৭৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টেও নিজেদের দাপট অব্যাহত রাখল পাকিস্তান। আবুধাবিতে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়।

মোহাম্মদ হাফিজের ১৫১ রানের অসাধারণ ইনিংসে ভর করে ইংল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য বেধে দেয় পাকিস্তান। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আগের দিনের করা দুই উইকেটে ৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩৮ রান। কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জো রুট-জেমস টেইলররা। ৬০.৩ ওভারে ১৫৬ রান তুলতেই ইংলিশদের ইনিংস থামে।

এক প্রান্তে অধিনায়ক অ্যালিস্টার কুক উইকেট আগলে রাখলেও অপর প্রান্তে সবাই আসা-যাওয়ার মাঝেই ছিল। দলীয় ১৫০ রানে শোয়েব মালিকের বলে সরফরাজ আহমেদের গ্লাভসে তালুবন্দি হন কুক (৬৩)। টপঅর্ডার থেকে মিডল অর্ডারের পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের রানও ছুঁতে পারেননি।

পাকিস্তানের হয়ে লেগ স্পিনার ইয়াসির শাহ একাই নেন চার উইকেট। জুলফিকার বাবর দু’টি ও পেসার রাহাত আলী একটি উইকেট লাভ করে। অন্যদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখেন শোয়েব মালিক। প্রথম ইনিংসে চার উইকেটের পর ‍দ্বিতীয় ইনিংসে তুলে নেন তিন উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ হাফিজ। আর সিরিজ সেরা হন ইয়াসির শাহ। সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলেই ১৫টি উইকেট দখল করেন ২৯ বছর বয়সী এ স্পিনার।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।