ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে রাজনীতির কোনো স্থান নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ক্রিকেটে রাজনীতির কোনো স্থান নেই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাত ধরে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ক্রিকেটকে আরও উচ্চ আসনে আমরা এগিয়ে নিবো। আমাদের ক্রিকেটকে ভালবাসতে হবে, ক্রিকেটের জয়গান গাইতে হবে।

দলমত নির্বিশেষে আমরা ক্রিকেটকে এগিয়ে নিবো। ক্রিকেটে রাজনীতির কোনো স্থান নেই।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা টাউনহলে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আ হ ম মোস্তফা কামাল বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা বিভাগের (প্রস্তাবিত) দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে ভাল করলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আরও সহজ হবে।

তিনি বলেন, কুমিল্লা স্টেডিয়ামের অবস্থা জরাজীর্ণ। স্টেডিয়ামের সংস্কারের জন্য যা অর্থ লাগবে তা দেওয়া হবে। স্টেডিয়াম যদি আর্ন্তজাতিক মানের হয়, পরবর্তী বিপিএলের ম্যাচ এখানেও হবে। আর্ন্তজাতিক ম্যাচ হতে হলে স্টেডিয়ামের পাশে ভালো মানের হোটেল লাগবে। তা এখানে নেই। তাছাড়া আর্ন্তজাতিক স্টেডিয়াম করতে হলে ৪২ একর জায়গা লাগবে। কুমিল্লা সদর দক্ষিণের দিকে একটি জায়গা খুঁজে বের করে স্টেডিয়াম করা হবে।

মোস্তফা কামাল আরো বলেন, আমি ক্রিকেটকে ভালবাসি। ৩০ বছর ধরে ক্রিকেটের পেছনে শ্রম দিচ্ছি। বাংলাদেশের ক্রিকেটের পিছনে প্রচুর অর্থ ব্যয় করেছি। তবে তার চেয়েও বেশি পেয়েছি। কারণ এই ক্রিকেট বিশ্ব দরবারে বড় পদে আমাকে আসীন করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।