ঢাকা: সাকিব আল হাসানের বিদায়ের পর একটি শক্ত জুটি গড়ে তোলা দরকার ছিল। ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের সঙ্গে তেমন দরকারি একটি জুটিই গড়ে তুললেন সাব্বির রহমান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের তিনটি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারে দলীয় দুই রানেই হারায় ওপেনার লিটন দাসকে। এরপর নবম ওভারে দলীয় ৩০ রানে হারায় মাহমুদুল্লাহ রিয়াদকেও।
তারপর ব্যাট করতে নামা মুশফিকুর রহিমের সঙ্গে ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দু’টি জুটি গড়ে উঠলেও মাঝে এ দু’জনের বিদায়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন ফিকে হতে থাকে বাংলাদেশের।
এরপর ব্যাট করতে নামেন সাব্বির রহমান। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুরের সঙ্গে মিলে তিনি গড়েন শতাধিক রানের পার্টনারশিপ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অবিচ্ছিন্ন এ জুটি গড়ার পথে সাব্বির তুলে নিয়েছেন ৫৬ রান। ৪ হাঁকিয়ে অর্ধশতক উদযাপন করা সাব্বিরের ইনিংসে রয়েছে দু’টি ছয় ও চারটি চারের মার।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এইচএ/