ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের বিশাল সংগ্রহের পর লড়ছে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
অজিদের বিশাল সংগ্রহের পর লড়ছে কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে পাহাড়সম রান করেছে অস্ট্রেলিয়া। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ব্যাটে লড়ছে নিউজিল্যান্ড।

অজিদের নয় উইকেট হারিয়ে ৫৫৯ রানের পর ইনিংস ঘোষণা হলে দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১৪০ রান তোলে কিউইরা। সফরকারীরা এখনও ৪১৯ রানে পিছিয়ে রয়েছে।

পার্থের ওয়াকা গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪১৬ রানে দুই উইকেট হারানো স্বাগতিকরা আবারো ব্যাটিংয়ে নামে। আগের দিনে ২৪৪ রানে অপরাজিত অজি ওপেনার ওয়ার্নার এদিন আরো নয় রান যোগ করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন। বাঁহাতি এ ব্যাটসম্যান খেলেন ক্যারিয়ার সেরা ২৫৩ রানের ইনিংস।

তবে নিজেদের ইনিংসে বাকি সময় খুব ধীর গতিতে রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্টিভেন স্মিথরা। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন স্পিনার মার্ক ক্রেইগ। এছাড়া দুটি করে উইকেট পান বোল্ট, ম্যাট হেনরি ও ডাগ ব্রেসওয়েল।

জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি নিউজিল্যান্ড। দলীয় ছয় রানেই ব্যক্তিগত মাত্র এক রান করেই মিচেল স্টার্কের শিকার হন ওপেনার মার্টিন গাপটিল। তবে দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন টম ল্যাথাম। কিন্তু ল্যাথাম ৩৬ রান করে বিদায় নিলেও রস টেইলরকে নিয়ে দিনের বাকি সময়টুকু দেখেশুনে ব্যাট চালান উইলিয়ামসন। ইনফর্ম এ ব্যাটসম্যান ৭০ রানে অপরাজিত আছেন। অন্যদিকে তৃতীয় দিনে ২৬ রান করা টেইলর আবারো ব্যাটিংয়ে নামবেন।

সিরিজে নিউজিল্যান্ড ১-০তে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।