ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে ভারতে খেলার প্রস্তাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পাকিস্তানকে ভারতে খেলার প্রস্তাব

ঢাকা: চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানকে ভারতের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলেতে অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনটি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।



লাহোরে সাংবাদিকদের শাহরিয়ার জানান, বিসিসিআইয়ের প্রধান শশাঙ্ক মনোহর শুক্রবার (১৩ নভেম্বর) এক ফোন কলের মাধ্যমে তাকে ব্যাপারটি অবহিত করেন।

শাহরিয়ার বলেন, ‘শশাঙ্ক মনোহর শুক্রবার সন্ধ্যায় আমাকে ফোন করেছিলেন। আর বলেন ভারতীয় সরকার থেকে আমাদের বিপক্ষে খেলার ব্যাপারে অনুমতি পেয়েছেন তারা। তবে তারা চায় সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে না হয়ে ভারতের মাটিতে আয়োজন করতে। ’

শাহরিয়ার আরো বলেন, ‘মনোহর আমাকে নিরাপত্তার ব্যাপারটিও নিশ্চিত করেন। সেখানে মোহালি বা কলকাতায় খেললে কোন সমস্যা হবে না। ’

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় সরকার থেকে কোন প্রকার ছাড়পত্র পাওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন মনোহর। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা একটা ভুল তথ্য। আমরা এখনও সরকারের সঙ্গে এ ব্যাপারে কোন কথাই বলিনি। তবে হ্যাঁ, আমি শাহরিয়ারের সঙ্গে ফোনে আলাপ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আবারো আলাপ করবো। ’

এফটিপির সূচি অনুযায়ী ২০১৫ সালের ডিসেম্বরে আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল ভারত-পাকিস্তানের। তবে দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এ ব্যাপারে দ্বিমত পোষণ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ভারতের মাটিতে আগামী টি-২০ বিশ্বকাপ বর্জন করার হুমকি দেওয়ার পর বিভিন্ন ইস্যুতে এবার এগিয়ে আসতে চাইছে ভারত।

মনোহরের প্রাথমিক প্রস্তাবে অবশ্য রাজি হননি শাহরিয়ার। তিনি জানান, গত দুটি সিরিজ পাকিস্তান ভারতের মাটিতে খেলেছে। তাই এবারের সিরিজটি আমিরাতে খেলতে চায়। আর ভারতে সিরিজ হলে খেলা থেকে প্রাপ্ত অর্থ পাবে না পাকিস্তান, পাশাপাশি ভারতে পাকিস্তান বিরোধী দলের কারণে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।