ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পেলেন জাহানারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পেলেন জাহানারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হলেন জাহানারা আলম। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন এই ডানহাতি পেসার।

তার ডেপুটি করা হয়েছে আয়েশা রহমানকে।

গত মাসে পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক করার বিষয়টি আলোচনায় আসে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহানারাকে অধিনায়ক করার ঘোষণা দেয়।

ওয়ানডে ও টি-টোয়েন্টি এ দুটি ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন অলরাউন্ডার সালমা খাতুন।

অধিনায়ক হিসেবে মঙ্গলবারই অভিষেক হতে যাচ্ছে জাহানারা আলমের। ১৭ ও  ১৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে জাহানারাদের মুখোমুখি হবে জিম্বাবুইয়ানরা। দুটি দলই এ মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।