ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বধিরদের টি-২০ বিশ্বকাপ খেলতে দিল্লি যাচ্ছে বাংলাদেশ দল

স্টাফ করেসপন্ডেন্টl | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, নভেম্বর ১৭, ২০১৫
বধিরদের টি-২০ বিশ্বকাপ খেলতে দিল্লি যাচ্ছে বাংলাদেশ দল

ঢাকা: আগামী ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বধিরদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ।

ক্রিকেটের এ বিশ্ব আসরে অংশ নিতে বাংলাদেশের ২০ সদস্যের বধির ক্রিকেট দল আগামী ১৯ নভেম্বর নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।



মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় দলটির দোভাষীর দায়িত্ব পালন করবেন ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান।

দলে টিম লিডার হিসেবে থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি গাজী কামরুল হাসান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও সহ-সভাপতি গাজী কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এএসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।