ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে লিড ইংলিশদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সিরিজে লিড ইংলিশদের ছবি: সংগৃহীত

ঢাকা: শারজায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানেডেতে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। মাত্র ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় মরগান-টেইলর-বাটলাররা।

এরই সুবাদে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্বল্প পুঁজির স্কোর দাঁড় করায় আজহার-হাফিজরা। ২০৮ রানে অলআউট হয় পাকিস্তান।

সহজ জয়ের লক্ষ্যে নামলেও ৯৩ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপের সম্মুখীন হয় ইংল্যান্ড। তবে জেমস টেইলর (৬৭ অপা.) ও জস বাটলারের (৪৯ অ.) অবিচ্ছিন্ন ১১৭ রানের পঞ্চম উইকেট জুটিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ওপেনার অ্যালেক্স হেলস ৩০ ও অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ৩৫ রান।

পাকিস্তানের হয়ে অভিষেকেই দু’টি উইকেট লাভ করেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার জাফর গহর। একটি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান ও শোয়েব মালিক।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালোই হয়েছিল। দুই ওপেনার আজহার আলী (৩৬) ও বাবর আজম (২২) মিলে ৪৫ রান তোলেন। রান আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হাফিজকে নিয়ে আরো ৪৭ রান যোগ করেন অধিনায়ক আজহার। হাফিজ-সরফরাজ আহমেদের (২৬) তৃতীয় উইকেট পার্টনারশিপে আসে ৪০ রান। দলীয় স্কোর দাঁড়ায় ১৩২/৩।

কিন্তু, ত্রিশতম ওভারের মাথায় হাফিজের (৪৫) বিদায়ে পাকিস্তানের ইনিংসও যেন ভেঙে পড়ে। তিন রান যোগ হতেই সরফরাজও প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে ২০৮ রানে গুটিয়ে যায়। অবশ্য, পরাজয়ের পেছনে পাকিস্তানের দুর্ভাগ্যও কিছুটা দায়ী! আজহারের পর রান আউটের ফাঁদে পড়েন শোয়েব মালিক (১৬) ও মোহাম্মদ রিজওয়ান রিজওয়ান (১)।

ইংলিশদের হয়ে একাই চারটি উইকেট দখল করেন পেসার ক্রিস উকস। একটি করে উইকেট লাভ করেন ডেভিড উইলি, রিসি টপলি ও মঈন আলী।

ম্যাচ সেরার পুরস্কার ওঠে জেমস টেইলরের হাতে।

দুবাইতে ২০ নভেম্বর (শুক্রবার) সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। সিরিজ হার এড়াতে এ ম্যাচে পাকিস্তানের জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।