ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে চোট পেয়েছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
অনুশীলনে চোট পেয়েছেন মাশরাফি ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিপিএল শুরুর একদিন আগে গোড়ালিতে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার (২০ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনের সময় চোট পান দলটির অধিনায়ক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোট গুরুতর নয়।

জিম্বাবুয়ে সিরিজের আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন ম্যাশ। সুস্থ হয়ে সিরিজের সবক’টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফিকে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন তিনি।

আগামী রোববার (২২ নভেম্বর) বিপিএল শুরুর প্রথম দিন সন্ধ্যা পৌঁনে সাতটায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।