ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিকিট কেটেও দেখা হয়নি বিপিএলের উদ্বোধন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
টিকিট কেটেও দেখা হয়নি বিপিএলের উদ্বোধন ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে বিপিএলের তৃতীয় আসরকে মসৃন করতে চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু গোড়াতেই গলদ।

যেন পেছনের দুটি আসরের বাজে চিত্র আবার মনে করিয়ে দিল তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে অব্যবস্থাপনার চিত্র।

সুশৃঙ্খল কোনো ব্যবস্থাপনা না থাকায় টিকিট এনেও অনুষ্ঠানটি দেখতে পারেননি হাজারো দর্শক। ২০ হাজার (প্লাটিনাম) আর ১০ হাজার টাকা মূল্যের (গোল্ড) টিকিট কেটেও অনেকে ভেতরে ঢুকতেই পারেননি। স্টেডিয়ামের প্রবেশ পথেই তাদের আটকে দেন দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যরা এবং প্রসাশনের বেশ কিছু কর্মকর্তা। এক গেট থেকে আরেক গেটে যেতে বলা হয় টিকিট কাটা সেইসব দর্শকদের। শুধু তাই নয়, হয়রানির শিকার এমন অনেক দর্শক যখন শত অনুরোধ করেও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভেতরে প্রবেশ করতে পারছিলেন না, তখন স্টেডিয়ামের গেটে দাঁড়িয়েই কেঁদে ফেলেন তারা।

স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করেও যখন ভেতরে যেতে পারছিলেন না, তখন অনেকে ক্ষোভে নিজের টিকিট ছিঁড়ে ফেলেন।

জনপ্রিয় একটি রেডিও স্টেশনের সংবাদকর্মী সৌজন্য টিকিট হাতে মিরপুরে এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে। গেটে নানা অজুহাতে তাকে ঢুকতেই দেওয়া হয়নি। অনুষ্ঠান শেষে এমন অভিযোগ করেন শত শত ক্রিকেটপ্রেমী। তারা ভেতরে প্রবেশ না করতে পারলেও সাধারণ গ্যালারি দর্শকে পরিপূর্ণই ছিল। পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের পরিবারের সদস্যদের টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করিয়েছেন। যেখানে সাধারণ ক্রিকেটপ্রেমীরা অসহায়। তাদের অসহায়ত্ব ফুটে উঠেছে অনুষ্ঠান শেষে। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে কেবল গানের আওয়াজটুকুই শুনতে পেয়েছেন তারা।

স্টেডিয়ামের বাইরে ও ভেতরে কি হচ্ছে সেটা জানার জন্য সংবাদকর্মীরাও প্রেসবক্স থেকে নড়াচড়া করতে পারেননি বিসিবি’র অ্যাক্রিডিটেশন কার্ড না দেওয়ায়। প্রেসবক্সেই বন্দি থাকতে হয়েছে সংবাদকর্মীদের। অথচ বিসিবি সূত্রের খবর, বৃহস্পতিবারই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি হয়ে গিয়েছিল।
 
অফিস আইডি দিয়ে অনুষ্ঠান কাভারের কথা আগেই বিসিবি’র তরফ থেকে জানানো হলেও গেটের নিরাপত্তা দলকে সেই কার্ড দেখিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা সহজ হয়নি। বলা চলে, যুদ্ধ করেই ঢুকতে হয়েছে সংবাদকর্মীদের। বিনা অজুহাতে স্টেডিয়ামের গেটে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের। অনেকে লাঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।   

এখানেই শেষ নয়। অনুষ্ঠান কাভারের জন্য যাওয়া সংবাদকর্মীদের জায়গা যে প্রেসবক্সে, সেখান থেকে কিছুই দেখা যায়নি। প্রেসবক্সের ঠিক সামনেই তৈরি করা হয় মূল মঞ্চটি।

প্রেসবক্সে বসে অনুষ্ঠানস্থলের সংবাদ দিতে গিয়ে পড়তে হয়েছে সবচেয়ে  বড় বিপত্তির মুখে। চ্যানেল নাইনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার কথা থাকলেও সেটি করা হয়নি। প্রায় ৩০ মিনিট পর অনুষ্ঠান প্রচার করেছে তারা। যেমন, একদিকে মঞ্চে গান গাইছেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি’র সদস্যরা, অন্যদিকে টিভি পর্দায় চলে ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী ও কলকাতা থেকে আসা উপস্থাপিকা পামেলা ভুটোরিয়ার আড্ডা।

বলিউড থেকে আসা শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ রাত সাড়ে ৯টায় মঞ্চে উঠলেও পৌনে দশটা পর্যন্ত চ্যানেল নাইনের পর্দায় গাইছিলেন কেকে! চ্যানেলটির লোগোর নিচে ‘লাইভ’ শব্দটি তাই লাগছিলো বড্ড বেমানান।

সরাসরি দেখানোর নামে চ্যানেল নাইন ধারণকৃত অংশ প্রচার করায় স্টেডিয়ামের প্রেসবক্সে ক্রীড়া প্রতিবেদকরা বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ বিরক্তিও দেখান। প্রেসবক্সের ছাদে গিয়েও শেষ রক্ষা হয়নি। বাজে সাউন্ড সিস্টেমের কারণে বিপিএলের উদ্বোধন কে ঘোষণা করলেন সেটিও বোঝার উপায় ছিল না। সব মিলিয়ে দেশের ক্রিকেটকে দেশ ও বিশ্ব মিডিয়ায় তুলে ধরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেসব সংবাদকর্মীরা অনুষ্ঠানের অব্যবস্থাপনার কারণে ছিলেন চরম উপেক্ষিত।

বড় কোনো ইভেন্ট হলে প্রতিবারই সংবাদকর্মীরা থাকেন উপেক্ষিত। এবার তাদের সঙ্গে লাঞ্চিত হতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে। ক্রিকেটারদের মূল ভিআইপি গেট (২নং) দিয়ে প্রবেশ করার কথা থাকলেও তাদের প্রবেশ করতে হয়েছে ৩নং গেট দিয়ে। পেসার রুবেল হোসেনকে স্টেডিয়ামের বাইরে থাকা সাধারণ দর্শকরা ঘিরে ফেলেন। অবশেষে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় রক্ষা পান তিনি।   সঠিক ব্যবস্থাপনার অভাবে বারবারই ঘটছে এমনসব ঘটনা।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।