ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডারবান টেস্টে চালকের আসনে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ডারবান টেস্টে চালকের আসনে ইংলিশরা ছবি: সংগৃহীত

ঢাকা: ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৭২ রান করেছে দলটি।

আর এরই মধ্যে ২৬১ রানের লিড পেয়েছে ইংলিশরা।

ইংল্যান্ড: ৩০৩ ও ১৭২/৩ (৬৪.০)
দ.আফ্রিকা: ২১৪

ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারনি। প্রথম ইনিংসের মতো দুই ওপেনার অ্যালিস্টার কুকু ও অ্যালেক্স হেলস এদিনও ছিলেন ব্যর্থ। তবে নিক কম্পটনের ৪৯ রানের পর জো রুট ও জেসম টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো ভাবেই দিনটি শেষ করে সফরকারীরা।

রুট ৬০ ও টেইলর ২৪ রানে অপরাজিত রয়েছেন। প্রোটিয়া বোলারদের মধ্যে দুটি উইকেট নেন স্পিনার ডিন পিডিট। আর মরনে মরকেল পেয়েছেন একট উইকেট।

এর আগে চার উইকেট হারিয়ে ১৩৭ করা দ.আফ্রিকা তৃতীয় দিন আরও ৭৭ রান যোগ করতেই সবকটি উইকেট খোয়ায়। ৬৭ রানে অপরাজিত থাকা ডিন এলগার তৃতীয় দিন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান। ১১৮ রানে তিনি অপরাজিত থাকেন। ২১৪ রানে থামে তাদের ইনিংস

ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ও মইন আলী চারটি করে উইকেট নেন। আর বাকি দুটি উইকেট দখল করেন স্টিভেন ফিন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।