ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফোকাস থাকবে টি-২০ ক্রিকেটের ওপর: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ফোকাস থাকবে টি-২০ ক্রিকেটের ওপর: তামিম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনারের ভূমিকায় তামিম ইকবালের বিকল্প নেই। নিজের জাত চিনিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি নিজেকে প্রমাণ করেছেন।

তাইতো প্রতিটি ক্ষেত্রেই বাঁহাতি এ মারকুটে ব্যাটসম্যানের দখলে রয়েছে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা হলো এ তারকা ক্রিকেটারের। সেখানে নিজের ও বাংলাদেশ দল নিয়ে আলাপ হলো তার সঙ্গে।

২০১৫ সালে টানা ক্রিকেট খেলা, সাফল্য, বিপিএলের পর লম্বা ছুটি ও আসছে বছরে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে তামিম বলেন, ‘সবার জন্যই বিশ্রাম প্রয়োজন ছিল । আমার কাছে মনে হয় শেষ ৫ বছরেও আমার এতো পরিমাণ ক্রিকেট খেলি নাই। যে পরিমাণ ক্রিকেট আমরা এই বছর খেলেছি। এই কারণে বিশ্রামটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা মোটামুটি ভালোই বিশ্রাম পেয়েছি। ’

তিনি আরও বলেন, ‘৩ (জানুয়ারি) তারিখ থেকে আমাদের আবার ক্যাম্প শুরু। আমি নিশ্চিত সবার মধ্যে আবার ভালো খেলার ক্ষুধা থাকবে। সবাই চাইবে ২০১৫ সালের মতো ভালো ক্রিকেট খেলতে। ৩ তারিখ থেকে আমরা সবাই আবার মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করা শুরু করবো। আমাদের পুরো ফোকাস থাকবে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে। সামনে আমাদের যে সব ম্যাচ আছে সেগুলো সব টি-টোয়েন্টি ফরম্যাটের। সামনে আমাদের প্রস্তুতিগুলো সেভাবে হবে।

গেলো বছরটি কেমন গেল? এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার জন্য বিশ্বকাপটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেখানে আমি রানে ফিরেছিলাম। বিশ্বকাপের আগে আমি বাজে সময়ের মধ্যে ছিলাম। আমি জানি এই ধরনের সময় আবার সামনে আসবে। সামনে এমন সময় আসলে হয়তো কাজগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। ’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভূক্তি সম্পর্কে তামিম বলেন, ‘এর আগে জিম্বাবুয়ে সিরিজ। এটা অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি খুবই খুশি পিএসএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে। বাংলাদেশ থেকে আমরা ৪ জন যাচ্ছি। আমি আশা করবো ওরাও খুব চমৎকার ভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। যতটুকু শুনছি, যতটুকু দেখছি খুবই ভালো আয়োজন। দুবাইতে হবে। আমি সেখানে এর আগে কখনোই খেলি নাই। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।