ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ারের মাথায় হেলমেট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আম্পায়ারের মাথায় হেলমেট! ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম অস্ট্রেলিয়ান আম্পায়ার হিসেবে মাঠে হেলমেট মাথায় আম্পায়ারিং করেছেন জেরার্ড অ্যাবুড। মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কোরচার্সের মধ্যকার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ম্যাচে এ বিরল ঘটনা ঘটে।



বুধবারের ম্যাচে (৩০ ডিসেম্বর) মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে আরেকটি রেকর্ডের সাক্ষী হয়। বিগ ব্যাশের ইতিহাসে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের রেকর্ড গড়ে পার্থ স্কোরচার্স। ওপেনিং জুটিতেই রেনেগেডসের দেয়া ১৭১ রানের লক্ষ্য টপকে যান (৮ বল বাকি থাকতে) শন মার্শ (৭৬) ও অধিনায়ক মাইকেল ক্লিনগার (৯০)।

মাসুরি’স ভিশন সিরিজ মডেলের কালো রঙের ব্যাটিং হেলমেট মাথায় দেন অন-ফিল্ড আম্পায়ার জেরার্ড অ্যাবুড। বেশিরভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটারই এ হেলমেটটি ব্যবহার করেন। আধুনিক ক্রিকেটের ‘পাওয়ার’ বেড়ে যাওয়াতেই ‍নাকি হেলমেট পরেন অ্যাবুড। তার ওপর এদিন ব্যাটসম্যানদের ব্যাটের পাওয়ারও যেন বেড়ে যায়!

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাবুড বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা যতটা সম্ভব অনেক পাওয়ার শট খেলেন। এতে বলের গতি দ্রুত থেকে আরো দ্রুততর হয়ে ওঠে। আমরা (আম্পায়াররা) ব্যাট থেকে ২৪ গজ দূরে দাঁড়ায়। সজোরে ব্যাট হাঁকালে বুলেট গতির বলের ক্ষেত্রে সরে দাঁড়ানোটাও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ’

প্রসঙ্গত, ভারতে চলতি মাসের শুরুতে পাঞ্জাব ও তামিলনাড়ুর মধ্যকার রঞ্জি ট্রফির ম্যাচে অ্যাবুডের স্বদেশী আম্পায়ার জন ওয়ার্ড মাথায় বলের আঘাত পান। এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এর পরই নাকি নিজের সুরক্ষার স্বার্থে হেলমেট পরার সিদ্ধান্ত নেন অ্যাবুড।

গত বছরের নভেম্বরে ইসরায়েল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আম্পায়ার হিল্লেল অস্কার মাথায় বলের আঘাত পেয়ে ক্রিকেট মাঠেই মৃত্যুবরণ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।