ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

স্টেইনের পর অ্যাবট শঙ্কায় প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, ডিসেম্বর ৩১, ২০১৫
স্টেইনের পর অ্যাবট শঙ্কায় প্রোটিয়ারা ছবি : সংগৃহীত

ঢাকা: ডারবান টেস্ট বাজেভাবে হারায় এমনিতেই দলে নেই স্বস্তি। দক্ষিণ আফ্রিকার জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় ইনজুরি সমস্যা।

ডেল স্টেইনের পর কাইল অ্যাবটের ইনজুরির কারণে অনেকটা বাধ্য হয়েই দ্বিতীয় টেস্টের জন্য ব্যাকআপ পেসার নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

কেপ টাউন টেস্টের জন্য প্রোটিয়া দলে ডাক পেয়েছেন হার্ডাস ভিলজোয়েন। প্রথম শ্রেণীর ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কারস্বরুপ এবার আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের অপেক্ষায় ২৬ বছর বয়সী এ ডানহাতি পেসার। মূলত, অ্যাবটের বিকল্প হিসেবেই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।

গতকালই (বুধবার) ডারবান টেস্টের শেষ দিনে ২৪১ রানের ব্যবধানে হারের লজ্জায় ডোবেন ডি ভিলিয়ার্স-আমলা-ডু প্লেসিসরা। কেপটাউনে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২ জানুয়ারি থেকে। তাই ফিটনেস ঘাটতি কাটিয়ে উঠতে মাত্র দু’দিন সময় পাচ্ছেন স্টেইন-অ্যাবট। সব মিলিয়ে দলের অন্যতম দু’জন পেসারের ইনজুরি সিএসএ’র জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা অ্যাবট ডারবান টেস্টে মোট ৪৫.৪ ওভার বোলিং করেন। তবে উইকেট নেন মাত্র দু’টি। আর দ্বিতীয় ইনিংসে নতুন করে কাঁধের ইনজুরিতে ভোগেন স্টেইন। পরবর্তী ম্যাচে দু’জন খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা!

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।