ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

তামিম-আফ্রিদিদের দলে টেইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জানুয়ারি ২১, ২০১৬
তামিম-আফ্রিদিদের দলে টেইট ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে শহীদ আফ্রিদি, তামিম ইকবালদের দল পেশোয়ার জালমিতে নাম লেখালেন অস্ট্রেলিয়ার তারকা পেসার শন টেইট।

প্রায় পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান দলে ডাক পেয়েছেন অজি ফাস্ট বোলার টেইট।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে ডানহাতি এ পেসারকে। টেইট সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে বিশ্বকাপে অজি দলের হয়ে খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশে দারুণ বোলিং পারফর্মে আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। এবার ডাক পেলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেও।

দীর্ঘ সময় ধরে পরিকল্পনার পর অবশেষ আগামী মাস হতে শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি পিএসএল। আগামী ০৪ থেকে ২৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্টটি।

আসন্ন আসরে শহীদ আফ্রিদি, তামিম ইকবাল ছাড়াও পেশোয়ার জালমিতে আছেন মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, কামরান আকমল, ড্যারেন স্যামিরা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।