ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

কোহলির ব্যাটে ভারতের সংগ্রহ ১৮৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জানুয়ারি ২৬, ২০১৬
কোহলির ব্যাটে ভারতের সংগ্রহ ১৮৮ ছবি : সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলির অপরাজিত ৯০ রানের (৫৫ বলে) ইনিংসে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১৮৯ রানের টার্গেট দিয়েছে ভারত। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৪-১ ব্যবধানে হেরে যায় টিম ইন্ডিয়া।

যদিও শেষ ম্যাচে পাওয়া সান্ত্বনার জয়টি তিন ম্যাচের টি-২০ সিরিজে ধরে রাখতে চায় ধোনি-কোহলিরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) অ্যাডিলেড ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে চার ওভারে ৪০ রান তোলেন রোহিত শর্মা (৩১) ও শিখর ধাওয়ান। রোহিতের বিদায়ের পর এক রান যোগ হতেই ব্যক্তিগত পাঁচ রানে সাজঘরে ফেরেন ধাওয়ান।

তবে, অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন বিরাট কোহলি ও সুরেশ রায়না (৪১)। ১০ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি মিস করেন অপরাজিত থাকা কোহলি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিন বলে এক ছক্কা, এক চারে ১১ রানে অপরাজিত থাকেন।

নির্ধারিত ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ১৮৮ রান।

অজিদের হয়ে দু’টি উইকেট তুলে নেন শেন ওয়াটসন। রায়নাকে ক্লিন বোল্ড করেন জেমস ফকনার। অন্যদিকে, দীর্ঘ পাঁচ বছর পর টি-২০ দলে ডাক পাওয়া শন টেইট চার ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।