ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনেই তিন সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
প্রথম দিনেই তিন সেঞ্চুরি ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসরের পর্দা উঠেছে বুধবার (২৭ জানুয়ারি)। টুর্নামেন্টের উদ্বোধণী দিনের দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই দেশের তিন ব্যাটসম্যান।

এরা হলেন- ইংল্যান্ডের ড্যান লরেন্স, জ্যাক বার্নহ্যাম ও দক্ষিণ আফ্রিকার লিয়াম স্মিথ।
 
এবারের আসরের প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের ওপেনার ড্যান লরেন্স। এর পর সেঞ্চুরি পূর্ন করেন একই দলের জ্যাক বার্নহ্যাম। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এ দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ফিজির বিপক্ষে ৫০ ওভারে তিন উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়ে ইংলিশরা।
 
জবাবে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় ফিজি। ২৯৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
 
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে স্বাগতিক বাংলাদেশের দেয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেন প্রোটিয়া ওপেনার লিয়াম স্মিথ। তার শতরানের ইনিংসটি অবশ্য বিফলেই গেছে।

১৪৬ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। দলীয় ১৭৭ রানে স্মিথ সপ্তম ব্যাটসম্যান হিসেবে শাওনের ঘূর্নিতে সাজঘরে ফিরলে কক্ষপথ হারায় দক্ষিণ আফ্রিকা। গতবারের চ্যাম্পিয়নরা গুটিয়ে যায় ১৯৭ রানে। ৪৩ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।