ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপার লিগ নিশ্চিত ভারত ও নেপালের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
সুপার লিগ নিশ্চিত ভারত ও নেপালের ছবি : সংগৃহীত

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপ থেকে একই দিনে সুপার লিগ নিশ্চিত করেছে ভারত ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দু’দলই নিজেদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে।

আগামী সোমবার (০১ ফেব্রুয়ারি) মিরপুরে ভারত যুবাদের মুখোমুখি হবে নেপাল যুবারা। এ ম্যাচের জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

‘ডি’ গ্রুপের অপর দুই দল আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড যুবারা দুটি করে ম্যাচ হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই থেকে ছিটকে পড়ায় তাদের খেলতে হবে প্লেটপর্বে। প্লেটপর্ব শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে।

শনিবার (৩০ জানুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় নেপাল।

‘ডি’ গ্রুপের অপর ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড তাদের প্রথম ‍দুটি ম্যাচেই পরাজিত হলে সুপার লিগের সমীকরণ সহজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।