ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘ভুল বোঝাবুঝি’তে সমস্যা দেখছেন না মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, ফেব্রুয়ারি ৫, ২০১৬
‘ভুল বোঝাবুঝি’তে সমস্যা দেখছেন না মিরাজ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: নেপালের বিপক্ষে অসাধারণ ক্রিকেট খেলেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ। চাপের মধ্যেও ব্যাটে-বলে ভালো ক্রিকেট  খেলেছে স্বাগতিকরা।

অনেক ভালোর মাঝে জয়রাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে পিনাকের রান আউটটি দৃষ্টিকটু লেগেছে সবার কাছে।

অনেকে হতাশ হয়েছেন ‘অদ্ভূত’  রান আউটটি দেখে। ইনিংসের ২০তম ওভারের দ্বিতীয় বলটি কাভারে ঠেলেই দৌড় দিলেন জয়রাজ। দুই রান নিতে গিয়ে  দুজনের ‘ইয়েস’র পর ‘নো’ কলে বিভ্রান্ত হলেন দু’জনই। দু’জনই থামলেন স্ট্রাইকিং প্রান্তে। বল ততক্ষণে নন স্ট্রাইকিং প্রান্তে। স্টাম্প উপড়ে বড় হতে যাওয়া জুটিটা ভেঙে উদ্যাপনে মাতলেন নেপালের যুবারা। আউট হলেন পিনাক। অথচ, ৩২ করা পিনাক ওয়েলসেট হয়ে গিয়েছিলেন।

আউট হওয়ার আগেও কয়েকবার বোঝাপড়ায় ঘাটতি দেখা গেছে পিনাক-জয়রাজের মধ্যে। সেমিফাইনাল ম্যাচে এমনসব ভুল করলে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। তবে দু-এক ম্যাচের ভুল নিয়ে বেশি ভাবতে চান না মেহেদি হাসান মিরাজ।

এ ব্যাপারে জুনিয়র টাইগারদের এ দলপতি বলেন, ‘মাঠটা (শের-ই-বাংলা স্টেডিয়াম) অনেক বড়। বল গ্যাপে পড়লো কিনা-এটা অনেক সময় বোঝা যায় না। আমার কাছে মনে  হয় আমাদের বোঝাপড়াটা ভালো। ভুল বোঝাবুঝি হতেই পারে দুই-একটা ম্যাচে। এই ম্যাচটাতেই একটু সমস্যা হয়েছে। আগে তিনটা ম্যাচ খেলেছি ওখানে কিন্তু বোঝাপড়া ভালো ছিল।   ওভারঅল আমার  এটা সমস্যা বলে মনে হয় না। ’

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।