ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

জাতীয় নারী দলের স্পন্সর ‘কিউট’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জাতীয় নারী দলের স্পন্সর ‘কিউট’ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ০৮ মার্চ থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। এতে পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও।

অংশ নিতে যাওয়া নারী দলের স্পন্সর হয়েছে প্রসাধনী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কিউট’।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে জাতীয় নারী দলের স্পন্সর ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আরও উপস্থিত ছিলেন বিসিবি নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরি। স্পন্সর ঘোষণার পর জাতীয় দলের ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল।

১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরপর ১৭ মার্চ ইংল্যান্ড, ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচগুলোতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।