ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে নারী দল পাঠায়নি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ভারতে নারী দল পাঠায়নি পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নারী দলকে যেতে দিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত সরকারের কাছ থেকে নিরাপত্তার সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা দল পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।



এ প্রসঙ্গে পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘মঙ্গলবার ওদের ভারতে রওনা হওয়ার কথা। কিন্তু সরকারের কাছ থেকে নিশ্চয়তা না পেলে আমরা দল পাঠাব না। ’ অবশ্য শুধু এই কারণে নয়, নারী ক্রিকেটারদের ভিসাও এসে পৌঁছায়নি এখনও।

এদিকে বৃহস্পতিবার পুরুষ দল রওনা হওয়ার কথা। তবে তাদের রওনা হওয়ার সূচিও পেছাতে পারে। সোমবার পাকিস্তান সরকার তিনজনের এক প্রতিনিধি দল পাঠাবে ভারতে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তারা ইতিবাচক রিপোর্ট দিলে তার পর বিষয়টি দেখবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।