ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাইলফলকের সামনে সাকিব

রাহাত মাহমুদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মাইলফলকের সামনে সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচে সাকিব আল হাসানের সামনে আরেকটি রেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলতে পারলেই টি-২০ ক্রিকেটে একটি মাইলফলক স্পর্শ করবেন বিশ্বসেরা অলরাউন্ডার।



শহীদ আফ্রিদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট ও ১ হাজার রানের অভিজাত তালিকায় প্রবেশ করবেন সাকিব। টাইগারদের ইতিহাস গড়ার ম্যাচে নিশ্চয়ই ব্যাট-বলে জ্বলে উঠবেন বাংলাদেশের ‘ক্রিকেট বিজ্ঞাপন’ সাকিব আল হাসান।

রোববার (৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

টি-টোয়েন্টির ইতিহাসে আফ্রিদিই একমাত্র ক্রিকেটার যিনি ব্যাট হাতে ১ হাজার রানের পাশাপাশি বোলিংয়ে পঞ্চাশটি উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এবার সাকিবের পালা! ৫০ উইকেটের বাধা অনেক আগেই পেরিয়েছেন। অপেক্ষা এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করা।

এমন রেকর্ড গড়তে আফ্রিদিকে খেলতে হয়েছিল ৬৯টি ম্যাচ। পাকিস্তান অধিনায়ক ইতোমধ্যেই ৯৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ক্যারিয়ারের ৪৭তম টি-২০ ম্যাচেই ‘বুমবুম’ আফ্রিদির কীর্তিতে ভাগ বসানোর সুযোগ পাচ্ছেন সাকিব। এ অসাধারণ অর্জনের জন্য এশিয়া কাপের ফাইনালের চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে! সাকিবকে যে পারতেই হবে! এ যে বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচ।

এখন পর্যন্ত ৪৬ টি-টোয়েন্টিতে ২৩.২৪ গড়ে ৯৫৩ রান করেছেন সাকিব। আর বোলিংয়ে ২০.৫৪ গড়ে নিয়েছেন ৫৫টি উইকেট। ইকোনমি রেট ৬.৬১।

হাজার রানের ঘরে প্রবেশ করলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান হবে সাকিবের। এর আগে ২৪ জন আন্তর্জাতিক ব্যাটসম্যান হাজার রান করেছেন। সাকিব হবেন ২৫তম।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।